03/14/2025 বৃথা গেল ধোনির চেষ্টা, চেন্নাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান
নট আউট ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩ ০৯:৫৪
নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৭তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপিক্ষে দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজস্থান রয়েলসের জয় ৩ রানের।রাজস্থানের দেওয়া ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭২ রানেই থামে চেন্নাইয়ের ইনিংস। আর তাতেই এবারের আসরে নিজেদের খেলা চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়েলস।
এর আগে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে টসে জিতে চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধনী রাজস্থান রয়েলস কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ব্যাট হাতে নেমে শুরুতেই তুশার দেশপান্ডের বলে ১০ রান করেই আউট হয়ে ফিরে যান জেসওয়াল। তবে শুরুর এই ধাক্কা বেশ ভালো করে ৭৭ রানের জুটি গড়ে সামাল দেন পাদ্দিকাল ও জস বাটলার।
পাদ্দিকাল আউট হওয়ার আগে ২৬ বলে ৩৮ রান করেন এবং জস বাটলারের ব্যাট থেকে আসে ৩৬ বলে অসাধারণ ৫২ রান। শেষ দিকে রবীচন্দ্র অশীন ও হেটমায়ারের ৩০ রানের উপর ভর করে ১৭৫ রানের পুজি পায় রাজস্থান।
যার জবাবে ইনিংসের শুরুতেই ফর্মে থাকে গাইকোদ কে প্যাভিলিয়নের পথ দেখান রয়েলস পেইসার সান্দীপ শর্মা। তবে এরপর রাহানে ও কনওয়ে মিলে ৬৮ রানের দারুণ পার্টনারশিপ গড়েন। রাহানে রবীচন্দ্র অশীনের বলে আউট হওয়ার আগে করেন ৩১ রান। তাছাড়া এই ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন ডেভিড কনওয়ে। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫০ রান। তবে তাদের দুজনের ফিরার পরেই চেন্নাই রীতিমতো খেইল হারিয়ে ফেলে ম্যাচে।
এই সুযোগে রাজস্থান রয়েলস বোলাররা বেশ ভালো করে চেপে ধরে চেন্নাই ব্যাটসম্যানদেরকে। ধুবে থেকে শুরু করে মঈল আলী ও রাইডু কেউই বলার মতো কিছু করতে পারেনি। তবে শেষ দিকে অধিনায়ক ধনী ও রবীন্দ্র জাদেজা মিলে ম্যাচে প্রায় ফিরিয়ে আনেন। ধনীর ১৭ বলে ৩২ ও জাদেজার ১৫ বলে ২৫ রানে এক প্রকার ম্যাচ জিতে যাচ্ছিলেন চেন্নাই। তবে শেষ বলে ৫ রান সমীকরণ আর মিলাতে পারেনি চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধনী। আর তাতেই ৩ রান জয় পায় রাজস্থান রয়েলস।
বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ৩০ রান করে ম্যাচ সেরা হয়েছেন রবীচন্দ্র অশীন।
-নট আউট/এএডি/টিএ