03/15/2025 ক্রিকেটে বিনিয়োগ করবে সৌদি, পরিকল্পনায় সবচেয়ে বড় টি-২০ লিগ
নট আউট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩ ১৯:০৭
নট আউট ডেস্কঃ ‘সৌদি আরব ক্রীড়াঙ্গনের যে খাতেই বিনিয়োগ করেছে সেটির চিত্র বদলে গেছে দারুণভাবে’। এমন মন্তব্যই করেছেন আইসিসির চেয়ারম্যান ক্রেগ বাকলে।
সৌদি ফুটবলকে আকর্ষণীয় করতে ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি লিগে এনেছে দেশটি। একই সাথে কিনতে চায় মেসি সহ আরও অন্তন ৫০ জন এলিট ফুটবলারকে। ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেটেও বিনিয়োগের চিন্তা করছে দেশটি। একই সাথে আয়োজন করতে চায় সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ।
সৌদি কর্তৃপক্ষ ক্রিকেটে বিনিয়োগ করতে চায় জানিয়ে বার্কলে বলেছেন, ‘সৌদি কর্তৃপক্ষ অন্য যে ক্রীড়াখাতে বিনিয়োগ করেছে সেটার দিকে লক্ষ্য করলে আমার মনে হয় ক্রিকেট খুব আকর্ষণীয় হবে। ক্রিকেট নিয়ে তারা বেশ কাজ করছে। তারা ক্রিকেটে বিনিয়োগ করতে খুব আগ্রহী। সৌদি আসলে ক্রিকেটে আঞ্চলিক উপস্থিতি বাড়বে।’
ভারতের ক্রিকেটাররা আইপিএল ছাড়া বিশ্বের অন্য কোন ফ্র্যাঞ্জাইজি লিগে খেলতে পারেন না। কিন্তু সৌদি আরব এমনভাবে তাদের প্রস্তাবিত লিগের প্রস্তাবনা করেছে যা ভারতীয় ক্রিকেটারদের জন্য দুয়ার খুলে দেবে।
-নট আউট/এমআরএস