03/14/2025 মুস্তাফিজকে একাদশে রেখে বোলিংয়ে দিল্লি
নট আউট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩ ২২:০২
নট আউট ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম তিন ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছিলেন দিল্লির চর্তুথ ম্যাচে। তবে, বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই টাইগার তারকা। যদিও আরও একবার এই বাঁহাতি পেসারের উপর আস্থা রেখেছে দলটি।
চার ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পাওয়া দিল্লির একাদশে এসেছে পরিবর্তন। একাদশে ফিরেছেন মিচেল মার্শ। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন রভম্যান পাওয়েল। অন্যদিকে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডেভিড উইলির পরিবর্তে তারা একাদশে ফিরিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এছাড়া অভিষেক হচ্ছে বৈশাক বিজয়কুমারের।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, ইয়াশ ধুল, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান খান, ললিত যাদব, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভিরাট কোহলি, মহিপাল লকরোল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ ও বৈশাক বিজয়কুমার।
-নট আউট/টিএ