03/13/2025 তিন ফরম্যাটেই খেলতে চান জাকির
নট আউট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩ ২২:৫৬
নট আউট ডেস্কঃ ২০১৮ সালে একটি টি-টোয়েন্টি খেলে বিদায়ের ঘন্টা বেজেছিল জাকির হাসানের। তবে ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করে আবারও ফিরেছেন লাল-সবুজ দেশটির একজন প্রতিনিধি হয়ে। সাদা পোষাকে অভিষেক রাঙ্গিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এবার বাকি দুই ফরম্যাটেও নিজেকে থিতু করতে চান তিনি।
জাকির হাসান বলেন, ‘নিজেকে আমি আনলাকি মনে করি না। কারণ জাতীয় দলে ফিরে খেলতে পারাটা আমার জন্য দারুণ কিছু। কিছু ম্যাচ মিস করেছি। প্রত্যেকটা ম্যাচ খেলতে পারলে ভালো লাগত। পারফর্ম করতে পারলে আরও ভালো লাগে। প্রসেসের মধ্যে আছি। জিম করছি, এখনও ফুল রিদম আসেনি। হয়তো আরও কিছুদিন লাগবে।’
ক্রিকেটের তিন ফরম্যাট নিয়ে জাকির বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমি তিন ফরম্যাটে খেলতে চাই। তিন ফরম্যাটে যাতে ভালো খেলতে পারি, সেই চেষ্টা করছি। টেস্ট ভালো খেলেছিলাম, টি-টোয়েন্টি টাও ভালোই খেলি। ওয়ানডে এখনও খেলিনি, হয়তো খেললে ভালো করব।’
-নট আউট/এমআরএস