03/14/2025 তিনটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ক্যারিবীয়রা
নট আউট ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ০৫:০৪
নট আউট ডেস্কঃ চার দিনের তিনটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আগামী মাসের (মে) দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। তিন ম্যাচের এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এক বিবৃতিতে আজ (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব ঠিক থাকলে মে মাসে ১১ তারিখ বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ১৯ মে পর্যন্ত। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে আগামী ২৩ থেকে ২৬ মে চলবে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ।
আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচ। সব গুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়। আগামী ৩ জুন বাংলাদেশ ত্যাগ করবে ক্যারিবীয়রা।
-নট আউট/টিএ