03/13/2025 লারা-টেন্ডুলকারকে বিরল সম্মান দিল অস্ট্রেলিয়া
নট আউট ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ১৫:০৮
নট আউট ডেস্কঃ ক্রিকেটে ঈশ্বর শচীন টেন্ডুলকার ও বরপুত্র ব্রায়ান লারাকে বিরল সম্মান দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) কয়েকটি ফটকের নামকরণ এই দুই গ্রেটের নামে করা হয়েছে। এসসিজির সফরকারী দলের ড্রেসিং রুমের পাশের মেম্বার্স প্যাভিলিয়ন থেকে নোবল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি ফটকগুলোর নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-শচিন টেন্ডুলকার গেটস।’
সোমবার (২৪ এপ্রিল) জীবন অধ্যায়ে অর্ধশতক পূরণ করেছেন শচীন টেন্ডুলকার। একই দিনে লারার ২৭৭ রানের ঐতিহাসিক ইনিংসটির পূরণ হয়েছে ৩০ বছর।
অস্ট্রেলিয়ার এই মাঠটি লারা ও শচীনের জন্য স্মরণীয়। ৫ টেস্ট খেলে ৩ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরিতে শচীন করেছেন ৭৮৫ রান। ২০০৪ সালে এখানেই তিনি সোয়া ১০ ঘণ্টা ব্যাটিংয়ে খেলেছিলেন ২৪১ রানের স্মরণীয় ইনিংস।
ক্রিকেটের বরপুত্র লারা এই মাঠে করেছিলেন ক্যারিয়ারের প্রথম শতক। সেই শতককে তিনি নিয়েছিলেন ২৭৭ রান পর্যন্ত। পরে লারা নিজের প্রথম সন্তানের নাম রাখেন ‘সিডনি।’
-নট আউট/এমআরএস