03/15/2025 চমক দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের
নট আউট ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ১৮:৫৫
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে একমাত্র বড় চমক আজিঙ্কা রাহানের দলে ফেরা। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারের।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আজিঙ্কা রাহানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করার পুরষ্কার হিসেবেই টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে সবশেষ টেস্ট রাহানে খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে।
ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো না গেলেও, নির্বাচকরা আরেকবার আস্থা রেখেছেন লোকেশ রাহুলের উপর। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে রয়েছেন কেএস ভরত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে চোটাক্রান্ত আইয়ার ও বুমরাহ'কে রাখা হয়নি দলে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। ফাইনালে গতবারের রানারআপ ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
-নট আউট/টিএ