03/14/2025 জাদু দেখাচ্ছেন হাথুরু
মশিউর রহমান শাওন
৩০ এপ্রিল ২০২৩ ২০:৩৪
‘হাথুরুর কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে। তা না হলে যে চলে গেছে, তাকে আবার আমরা আনব কেন। আপনারাই ভালো বলতে পারবেন। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’- সবশেষ বিপিএল চলাকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করেছিলেন।
বছরের শুরুতে বাংলাদেশে দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় যাত্রার প্রথম মিশনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে কিছুটা সমালোচনা সহ্যও করতে হয়েছিল এই লঙ্কানকে। তবে গেরিলা দলের সদস্যদের নিয়ে ইংলিশ বধের গল্প লিখেছিল টি-টোয়েন্টি সিরিজে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়গুলো তো মনে রাখার মতই।
ঘরের মাঠ ছেড়ে এবারের বাংলাদেশের যাত্রা পরের মাঠ। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হতে পারে তামিম-সাকিবদের। তবে ভিনদেশের কন্ডিশন সামাল দিতে সিলেটের দারুণ উইকেটে তিন দিনের ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ। সিলেটে শেষ দিনের সংবাদ সম্মেলন অনেকটা প্রশান্তির করে তুলেছেন মাস্টার মাইন্ড হাথুরু।
সাংবাদিকদের কাছ থেকে ছুটে যাওয়া বাউন্সারগুলো সামলিয়েছেন মাথা উঁচু করেই। আর স্লোয়ারগুলো বুঝে শুনে হাঁকিয়েছেন ছক্কা। সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহকে নিয়ে খালেদ মাহমুদ সুজনের মন্তব্যে যখন উত্তাল দেশের ক্রিকেট পাড়া তখন হাথুরু একই প্রশ্নে রিয়াদ ভক্তদের জন্য রেখেছেন আশার ছিটে-ফোঁটা।
টানা জাতীয় দলের সাথে থাকা আফিফ এখন বাতিল হয়নি ভাবনা থেকে। একই সাথে নাসুম-তাইজুল জুটি নিয়ে খোলাটে পরিবেশ শান্ত করেছেন কথার জাদুতে।
অধিনায়ক তামিমের পছন্দ বলে তাইজুল থাকেন একাদশে,এ নিয়ে রয়েছে আলোচনা। তবে হাথুরু জানিয়েছেন বিশ্বকাপ স্কোয়াড বড় করতেই রাখা হয়েছে দুজনকে। পারফর্ম ও সমালোচনার চাপ দুটই সামলাতে হবে খেলোয়াড়দেরকেই।
মিডিয়া থেকে নিজেদের আলাদা করে অনুশীলনের ব্যবস্থাও করেছেন হাথুরু। যাতে করে দলের সদস্যরা থাকতে পারে নির্ভার। সবমিলে হাথুরুর জাদু দেখাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে।
-নট আউট/এমআরএস