03/13/2025 ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শান্ত'রা, তামিমরা যাবেন আজ
নট আউট ডেস্ক
১ মে ২০২৩ ১৬:০৩
নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে গত রাতে (রবিবার) দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। গতরাত ১:৪০ মিনিটে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর ছাড়েন পাঁচ ক্রিকেটার ও কোচিং স্টাফের চার সদস্য। অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকি সদস্যরা আজ (সোমবার) উড়াল দিবেন ইংল্যান্ডে। সবশেষ লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামীকাল।
প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, পেসার এবাদত হোসেন ও প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও টিম ম্যানেজার নাফিস ইকবালও হয়েছে সফরসঙ্গী।
অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ দলের বাকিরা আজ সকালেই উড়াল দিবেন ইংল্যান্ডে। এদিকে পারিবারিক কারণে আইপিএলের মাঝপথে দেশে ফেরা লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের বিমান ধরবেন ২ মে।
আগামী ৫ মে একটি আনঅফিসিয়াল ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড সফর শুরু হবে বাংলাদেশ দলের। ওয়ানডে সুপার লিগের অংশ তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মে থেকে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।
-নট আউট/টিএ