03/13/2025 হাথুরু তো নিজেই ব্যাটিং পরামর্শক: সুজন
নট আউট ডেস্ক
২ মে ২০২৩ ১৬:৩৩
নট আউট ডেস্কঃ জাতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জেমি সিডন্স। এখন থেকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও মনে করেন জাতীয় দলে বর্তমানে সিডন্সের খুব একটা প্রয়োজন নেই।
সোমবার ডিপিএল ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেমি সিডন্স ইস্যুতে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন।
সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজন বলেছেন, 'হাথুরু তো নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে। হাথুর কাজটা কী হবে আসলে। আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী আসলে। হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই ও স্পেশালিস্ট ওর ব্যাটিংয়েই।'
সিডন্স আগেও বেশ কয়েকবার জানিয়েছেন জুনিয়র লেভেলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। নিজের ইচ্ছেতেও সিডন্স তাদের নিয়ে কাজ করতে চান বলে মনে করেন সুজন। সিডন্স এই পর্যায়ে ভালো করে কাজ করলেই দেশের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
সুজন বলেছেন, 'জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মেইন দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে বেটার রেজাল্ট পাবো আমি মনে করি।'
-নট আউট/এমআরএস