03/13/2025 আফিফের নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
নট আউট ডেস্ক
৪ মে ২০২৩ ০৫:০১
নট আউট ডেস্কঃ তিনটি চারদিনের ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসব ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ক্যারিবীয়দের বিপক্ষে আনঅফিসিয়াল এই টেস্ট সিরিজের জন্য এবার ১৫ জনের বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তারকা ক্রিকেটার আফিফ হোসেনের কাঁধে।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম দুই ম্যাচের জন্য এই দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে প্রাধাণ্য দেওয়া হয়েছে অভিজ্ঞদেরই। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ ছাড়াও স্কোয়াডে রয়েছেন নাঈম শেখ জাকির হাসান কিংবা সাদমান ইসলামরা। ১৫ জনের এই স্কোয়াডে ৯ জনেরই রয়েছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।
এদিকে তরুণদের মধ্যে স্কোয়াডে জায়গা পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিবের মতো ডিপিএল মাতানোরা। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনকেও রাখা হয়েছে দলে।
আগামী ১৬ মে প্রথম আনঅফিসিয়াল টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে। ২৩ মে থেকে দ্বিতীয় ম্যাচ হবে দুই নম্বর গ্রাউন্ডে। ৩০ মে থেকে শুরু হবে তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচ।
বাংলাদেশ 'এ' দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।