03/14/2025 গতি আর বাউন্সারে ইংরেজদের ‘বাজবল’ আটকাতে চায় অস্ট্রেলিয়া
নট আউট ডেস্ক
৪ মে ২০২৩ ১৬:৪১
নট আউট ডেস্কঃ আগামী মাসে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই (অ্যাশেজ)। ১৬ জুন আসতে এখনও ঢের বাকি থাকলেও উত্তাপ শুরু হয়েছে দুই দেশের ক্রিকেট পাড়ায়। ইতমধ্যে অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্যাটার ইয়ান হিলি সতর্ক করেছেন ইংরেজ ব্যাটারদের।
অস্ট্রেলিয়া পেসারদের বাউন্স সামলাতে প্রস্তুত থাকতে বলছেন স্টোকসের দলকে। হিলি বলেন, ‘তারা জানে, আমরা বাউন্সার দেব। ওদের বাহু আর বুক তাক করে বোলিং করব। চেস্ট গার্ডস ঠিকমতো পরে রাখো।’
আনুষ্ঠানিক বিবৃতি না আসলে ইংল্যান্ডের একটি গণমাধ্যম জানিয়েছেন অ্যাশেজে এবার বাউন্ডারি ছোট করা হবে। বাউন্ডারি নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন না হিলি।
হিলি বলেন, মারকাটারি ক্রিকেটের যুগে টেস্টে ছোট বাউন্ডারি মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু নয়। তিনি বলেন, ‘ভাবার মতো বিষয়ের মধ্যে বাউন্ডারি ছোটখাটো ব্যাপার। এ নিয়ে মাথা ঘামানোর কী আছে? বাউন্ডারি ছোট হলে মিস হিট ছক্কা হবে। আধুনিক ক্রিকেটে মিস হিটে প্রচুর ছক্কা হয়। এটা নিয়ে আমি চিন্তিত নই।’
-নট আউট/এমআরএস