03/13/2025 বাংলাদেশ দলে সাকিবের যোগদান
নট আউট ডেস্ক
৬ মে ২০২৩ ১৬:৪৬
নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দুই বহরে দেশ ছেড়েছিল ক্রিকেটার ও কোচিং স্টাফরা। পরবর্তীতে আলাদাভাবে দলের সাথে যোগ দিয়েছিলেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। এবার স্কোয়াডে সবশেষ সদস্য হিসেবে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান।
দেশে ঈদ পালন ও ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড লিগ পর্বে ব্যস্ততার কারনে সিলেটে তিন দিনের ক্যাম্পেও ছিলেন না সাকিব। ক্যাম্পে না থাকলেও প্রস্তুতিতে কোন ঘাটতি রাখেননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
৫ মে (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন সাকিব। যদিও বৃষ্টি বাঁধায় মাঠে গড়ায়নি খেলা। একইসাথে ভ্রমণক্লান্তি কাটাতে বিশ্রামে কাটিয়েছেন সাকিব।
আগামী ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মে।
-নট আউট/এমআরএস