03/14/2025 মুম্বাইকে হারিয়ে শেষ চারে এক পা চেন্নাইয়ের
নট আউট ডেস্ক
৭ মে ২০২৩ ০৩:৫৫
নট আউট ডেস্কঃ জমে উঠেছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ চারে উঠার লড়াই। ৪৯তম ম্যাচে শনিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে এদিন আগে ব্যাট করে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। জবাবে সেই রান চেন্নাই টপকে যায় ৪ উইকেট হারিয়েই।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতেই ৪৬ রান যোগ করে রুতুরাজ গাইকোয়াদ ও ডেভন কনওয়ে। ৪ চার ও ২ ছক্কায় ১৬ বলে ৩০ রান করা রুতুরাজ ফিরলে ভাঙে এই জুটি। এরপর আজিঙ্কা রাহানে নিয়ে দলকে কক্ষপথে রাখেন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন গড়েন ত্রিশোর্ধ রানের জোট।
১৭ বলে ২১ রান করা রাহানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর দলীয় একশ পার করতেই চেন্নাই হারায় ১২ রান করা আম্বাতি রায়ডুর উইকেট। এরপর শিভাম দুবেকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কনওয়ে। যদিও দলকে না জিতিয়ে সাজঘরে ফিরেছেন কনওয়ে। ফেরার আগে ৪ চারে এই ওপেনার করেন ৪২ বলে ৪৪ রান।
শেষ পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বাকি কাজটা সারেন দুবে। ৩ ছক্কায় দুবে অপরাজিত থাকেন ২৬ রানে। ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নেয় চেন্নাই। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ধোনির দল।
এর আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের মাঝারি সংগ্রহ গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে নেহালের ব্যাট থেকে। এছাড়া সূর্যকুমার ২৬ ও ট্রিস্টান স্ট্রাবস করেন ২০ রান। চেন্নাইয়ের পক্ষে পাথিরানা নেন ৩ উইকেট। দীপক চাহার ও তুষার দেশপান্ডে নেন ২ উইকেট করে।
-নট আউট/টিএ