03/13/2025 আইপিএল ছাড়লেন লিটল, লক্ষ্য বাংলাদেশ সিরিজ
নট আউট ডেস্ক
৭ মে ২০২৩ ২২:৩২
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন জশুয়া লিটল। সিরিজ শেষে আবারও আইপিএলে যোগ দেওয়ার কথা রয়েছে এই পেসারের।
এবারের আইপিলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন লিটল। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে গুজরাট, এই ম্যাচের পরই ভারত ছেড়েছেন তিনি।
একনজরে দুই স্কোয়াড
আয়ারল্যান্ড : অ্যান্ড্রু বালিবারনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
-নট আউট/এমআরএস