03/13/2025 বিশ্বকাপ পরিকল্পনার ‘গুড বুকে’ রিয়াদ-আফিফ
নট আউট ডেস্ক
৮ মে ২০২৩ ১৫:৫০
নট আউট ডেস্কঃ চলতি বছরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই টূর্ণামেন্টেই পাখির চোখ বাংলাদেশের। যার কারনেই সেরা দল বাছাই করতে মরিয়া টিম ম্যানেজম্যান্ট। আর এই কাজ করতে গিয়ে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। তবে বিশ্বকাপ স্কোয়াডে এই দুই জনকেই ভাবনায় রেখেছে ম্যানেজম্যান্ট এবং অধিনায়ক। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফেনার্স ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করতে এসে দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও দীর্ঘদিন জাতীয় দলের ডিরেক্টরের দায়িত্ব সামলানো খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত ভাবনায় বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছেন না। পরে অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ভাবনা থেকে বাদ পড়েনি কেউ। এবার তামিমও জানালেন তেমনই।
তামিম বলেন, ‘দেখুন, আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কি হচ্ছে না হচ্ছে। আমি মনে করি না (রিয়াদ বিশ্বকাপে থাকবে না)। অবশ্যই সে আমাদের পরিকল্পনায় আছে। শুধু উনি না, এই মুহূর্তে যে দলে নেই যারা কিনা প্রিমিয়ার লিগে ভালো করছে আমরা ওদেরকে নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম যে সম্ভাব্য সেরা জিনিসটা দলের জন্য হবে । আমরা যখন এশিয়া কাপ খেলব তখন আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তখন আমরা যে স্কোয়াডটা করব সেটাই সম্ভবত বিশ্বকাপের স্কোয়াড হবে। যদি না কেউ ইনজুরিতে পড়ে। তা ছাড়া আমার কাছে মনে হয় না তেমন কোনো পার্থক্য হবে।’
দল থেকে বাদ পড়ে ঢাকা প্রিমিয়ার লিগে রান করছেন আফিফ। আফিফের মত ক্রিকেটার সহজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন সুজন। তামিমও মনে করেন আফিফের সুযোগ রয়েছে স্কোয়াডে থাকার।
তামিম বলেন, ‘আফিফের কথাও যদি বলি তারও একই সুযোগ আছে অন্য সব খেলোয়াড়ের মতো। সে দারুণ করছে, একটা-দুইটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে। আমার মনে হয় রিয়াদ ভাই, আফিফ তারা সবাই আমাদের হিসাবে আছে।
-নট আউট/এমআরএস