03/13/2025 টস হারলেন তামিম, ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড
নট আউট ডেস্ক
৯ মে ২০২৩ ২১:২১
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ (৯মে) থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সিরিজটি মহাগুরুত্বপূর্ণ আইরিশদের জন্য। অন্যদিকে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে প্রথম ওয়ানডের টস। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। চেমসফোর্ডে বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।
কদিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেই সুখ স্মৃতি নিয়েই চেমসফোর্ডে নামছে তামিম ইকবালের দল। সবশেষ ওয়ানডে দলের একাদশ থেকে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
এছাড়া বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ। তার পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে একাদশ জায়গা হয়নি আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ঘরের মাঠে সিরিজেও শেষ দুই ম্যাচেই দর্শক হয়ে থাকতে হয়েছিল তাকে।
এদিকে আইরিশদের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার জশ লিটল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে খেলা এই পেসার রয়েছেন দুর্দান্ত ছন্দে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।
-নট আউট/টিএ