03/14/2025 সফল হয়েছে রাহুলের অস্ত্রোপচার
নট আউট ডেস্ক
১১ মে ২০২৩ ০৩:০৬
নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। তাতেই আইপিএলের পাশাপাশি ছিটকে গেছেন আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও।
এদিকে গতকাল (৯ মে) অস্ত্রোপচার হয়েছে রাহুলের ডান উরু'র। সফলভাবেই হয়েছে রাহুলের অস্ত্রোপচার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই তারকা নিজেই তা করেছেন নিশ্চিত। আপাতত ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে।
অস্ত্রোপচার সফল হওয়ার পর রাহুল লিখেছেন, ‘আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সব কিছু সুষ্টু ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিকেল স্টাফদের ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত যে আমি নিজের সেরাটা দেব এবং দ্রুত মাঠে ফিরে আসব।’
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের সময় দৌড়ে বাউন্ডারি লাইনে গিয়ে চার বাঁচাতে গিয়ে ডান পায়ে চোট পান রাহুল। এরপর দলের সাপোর্ট স্টাফদের সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। যার কারণে রাহুলকে ছিটকে যেতে হয়েছে আইপিএল থেকে। পরবর্তীতে চোটের পরিস্থিতি দেখার পর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে অস্ত্রোপচারের সিদ্ধান্ত।
-নট আউট/টিএ