03/18/2025 দলে না থাকলেও সতীর্থদের হৃদয়ে আছেন তাসকিন
নট আউট ডেস্ক
১৫ মে ২০২৩ ১৯:১৮
নট আউট ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে প্রকাশ্যে কেঁদেছিলেন তাসকিন আহমেদ। নিজের খারাপ সময় কাটিয়ে তাসকিন এখনও দলের পেস বিভাগের সুপার হিরো। ইনজুরির কারনে ছিলেন না আয়ারল্যান্ড সিরিজে। ইংল্যান্ডের সবুজ উইকেটে বল করতে না পারার আক্ষেপ কাজ করেছে এই পেসারের মাঝে। তাসকিনের যেমন খেলতে না পেরে আক্ষেপ, তেমনি তাসকিনকে মিস করছেন অধিনায়ক থেকে শুরু করে অন্যান্য পেসাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে হাসান মাহমুদ তাসকিনকে নিয়ে বলেছিলেন, ‘আমাদের পেস বোলিং ইউনিটটা খুব ভালো। এ জায়গায় তাসকিন ভাইকে খুব মিস করছিলাম।
সিরিজ জয় শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম কথা বলতে গিয়ে সামনে এনেছেন তাসকিনের নাম। তামিম বলেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ফাস্ট বোলাররা যারা তারা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। সে অনেক উন্নতি করেছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’
-নট আউট/এমআরএস