03/13/2025 অ্যাশেজের আগে অ্যান্ডারসনের চোটে দুশ্চিন্তায় ইংল্যান্ড
নট আউট ডেস্ক
১৬ মে ২০২৩ ১৭:১৫
নট আউট ডেস্কঃ ১৬ জুন শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। ছাইযুদ্ধে নামার আগেই জেমস অ্যান্ডারসনের ইনজুরি চিন্তা বাড়িয়েছে ইংল্যান্ড শিবিরে।
ল্যাংকাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছেন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার অ্যান্ডারসন। ম্যাচের প্রথমদিনে ১৪ ওভার বোলিং করার আর মাঠে নামেননি তিনি।
রোববার ম্যাচ শেষ হওয়ার পর অ্যান্ডারসনের চোটের বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ১ জুন লর্ডসে শুরু হবে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। এরপর ১৬ জুন মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজ। আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন অ্যান্ডারসন। পেস আক্রমণের নেতাকে নিয়েই অ্যাশেজে নামতে চায় ইংল্যান্ড।
-নট আউট/এমআরএস