03/18/2025 তিন ভেন্যুতে আফগান-বাংলা সিরিজ
নট আউট ডেস্ক
১৭ মে ২০২৩ ২০:৩১
নট আউট ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে (জুন) বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানদের। তবে নতুন সূচিতে বাদ পড়েছে একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি।
পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে দুই দফায় বাংলাদেশ সফরে আসবে রশিদ খানরা। সিরিজের একমাত্র টেস্ট ১৪ জুন থেকে শুরু হবে। আর ঈদের পর আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সিরিজের বাকি অংশ হবে। সব ঠিক থাকলে প্রথম দফায় আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে আফগানিস্তান দল।
ঢাকায় একমাত্র টেস্ট শেষ করে দু'দলই ঈদের ছুটিতে যাবে। এরপর আগামী ১ জুলাই আবারও বাংলাদেশে ফিরবে আফগানরা। আগামী ৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ৮ ও ১১ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই চট্টগ্রামের সাগরিকায়।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ১৪ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৬ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষেই বাংলাদেশ মিশন শেষ করবে রশিদ খানরা।
-নট আউট/টিএ