03/13/2025 আফগানদের বিধ্বস্ত করে সমতা ফেরাল শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
৫ জুন ২০২৩ ০৩:৪৪
নট আউট ডেস্ক জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতার সুযোগ ছিল সফরকারী আফগানিস্তানের সামনে। অন্য দিকে সিরিজে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিল না স্বাগতিক শ্রীলঙ্কার জন্য। আগের ম্যাচে লঙ্কানদের নিয়ে ছেলেখেলায় মেতেছিল আফগানরা। এদিন যেন হয়েছেতার ঠিক উল্টোটাই। আফগানদের রীতিমতো বিধ্বস্ত করেই সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা।
হাম্বানটোটায় এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রানের পাহাড় গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া ওপেনার দিমুথ করুনারত্নে খেলেন ৫২ রানের ইনিংস। আরেক ওপেনার প্রাথুম নিসংকার ব্যাট থেকে আসে ৪৩ রান।
৩২৪ রানের পাহাড় টপকাতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী আফগানিস্তান। শেষ পর্যন্ত মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়ক হাশমত উল্লাহ শাহিদির ব্যাট থেকে। এছাড়া ইব্রাহিম জাদরান খেলেন ৫২ রানের ইনিংস। রহমত শাহ'র ব্যাট থেকে আসে ৩৬ রান। ১৩২ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ২৯ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা।