03/18/2025 রশিদ খানকে ছাড়া বাংলাদেশ সফরের দল ঘোষণা আফগানদের
নট আউট ডেস্ক
৭ জুন ২০২৩ ২১:৩৩
নট আউট ডেস্কঃ চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়নি আফগান তারকা রশিদ খানের। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলেছেন এই তারকা ক্রিকেটার। তবে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আফগানিস্তান দলে রাখা হয়নি তাকে।
রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে এই সফরে আফগানদের নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শাহিদী।
আফগানিস্তানের টেস্ট দল: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ
রিজার্ভ ক্রিকেটার: জিয়া উর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ।