03/13/2025 ম্যাথিউসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
৯ জুন ২০২৩ ২৩:০২
নট আউট ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে জায়গা পেয়েছেন 'বেবি মালিঙ্গা' খ্যাত মাথিশা পাথিরানা। এ ছাড়া এই দলে যুক্ত করা হয়েছে দুশান হেমান্থাকে।
যদিও এই দলে রাখা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ১৯ উইকেট নিয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতাতে বিশাল ভূমিকা রেখেছেন পাথিরানা। আলোড়নও তৈরি করেছেন ক্রিকেট বিশ্বে।
ওয়ানডে দলে পাথিরানার ডাক পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। গত ২ জুন এই ফরম্যাটে অভিষেক হয় পাথিরানার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য তেমন কিছুই করতে পারেননি তিনি। ৮.৫ ওভারে ৬৬ রান খরচায় এক উইকেট নেন তিনি।
শ্রীলঙ্কা স্কোয়াড- দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামাবিক্রমা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা এবং দুশান হেমান্থা।