03/15/2025 বিশ্বকাপ দলে পাকিস্তান পেস ইউনিটে থাকতে পারেন যারা
নট আউট ডেস্ক
১০ জুন ২০২৩ ১৬:০৩
নট আউট ডেস্ক: পাকিস্তান বরাবরই পেস বোলার তৈরী কারখানা৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের হাসির কারণ হতে পারে পেস ইউনিট৷ দলটিতে রয়েছে এক ঝাক তরুণ বোলার৷ যারা পরিবর্তন আনতে পারেন ম্যাচ ভাগ্যে৷
পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত শাহিন আফ্রিদি, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের৷
তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন— ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।
ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।
-নট আউট/এমআরএস