03/14/2025 ট্রফিহীন এক দশক
নট আউট ডেস্ক
১২ জুন ২০২৩ ২১:০৭
নট আউট ডেস্ক: আইসিসি ইভেন্টে ভারত সবশেষ ট্রফি জিতেছিল ২০১৩ সালে৷ সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল দলটি৷ এরপর বেড়েছে শুধুই হতাশা৷
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত৷ ফলাফল সেখানেও পরাজয়৷ এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্সট্রফি ও টানা দুইটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারলো দলটি৷
সবমিলে গত দশ বছরে চার বার ফাইনাল খেলেছে ভারত৷ এসময়ে আইসিসি ইভেন্টে সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বহুবার৷
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ হয়েছে দলটি৷ সবমিলিয়ে হতাশায় ক্যারিয়ারের শেষ লগ্নে রোহিত-কোহলিরা৷
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত৷ দেখার পালা সেখানে ফলাফল কি আনতে পারে স্বাগতিকরা৷ আপাতত ভারতের নামের পাশে রাখা যেতে পারে 'চোকার্স তকমা'৷ অর্থাৎ সবকিছুতেই সেরা৷ ট্রফি জয়ের বেলাতেই শুধু ব্যর্থ৷