03/14/2025 বিসিবির 'বিসিবি টিভি'
নট আউট ডেস্ক
১৩ জুন ২০২৩ ১৪:৩০
সবশেষ সিরিজে সরাসরি খেলা দেখা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা৷ শেষ পর্যন্ত সিরিজটি দেখাও যায়নি দেশের কোন টিভি চ্যানেলে৷ আইসিসি টিভির কল্যাণে ম্যাচটি দেখেছিল বাংলাদেশ সমর্থকরা৷ সমর্থকদের কথা চিন্তা করে সেসময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেসময় জানিয়েছিলেন, নিজস্ব চ্যানেল খুলবে বিসিবি৷
সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অষ্টম সভা। সেখানে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবি টিভি নিয়েও। সেখানে সবাই ইতিবাচক মত দিয়েছেন। সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন গণমাধ্যমকে বলেছেন, 'খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায়; আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইন শা আল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।'