03/15/2025 তামিম-তাসকিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৩ জুন ২০২৩ ২১:০৬
নট আউট ডেস্কঃ বল হাতে সেরা ছন্দেই ছিলেন টাইগার তারকা পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে করেছিলেন দাপুটে পারফর্ম। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। তবে ওই সিরিজেই সাইড স্ট্রেইনের চোটে পড়েন এই টাইগার পেসার।
যার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করতে হয়েছে তাকে। এমনকি ইংল্যান্ড সফরে আইরিশদের বিপক্ষেও স্কোয়াডে রাখা হয়নি তাকে। পুনর্বাসন প্রক্রিয়া থাকা এই পেসার সুস্থ হয়ে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে। দলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, খুব বেশি প্রয়োজন না হলে খেলানো হবে না এই পেসারকে। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে স্কোয়াডে রাখা হয়।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে গড়ানোর একদিন আগে, টাইগার ভক্তদের খানিকটা খুশির খবরই দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই মাস্টারমাইন্ড জানিয়েছেন, ম্যাচ খেলতে তৈরি আছেন তাসকিন।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিনের খেলা না খেলা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে, পুনর্বাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে, যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।’
এদিকে তাসকিনকে নিয় খুব বেশি সংশয় না থাকলেও সংশয় রয়েছে তারকা ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে। পিঠের পুরনো ব্যথা ফিরে আসায়, আফগানদের বিপক্ষে টেস্টে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘সে (তামিম) আজ অনুশীলন করবে। ফিল্ডিং, ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব, এরপর ওকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’