03/18/2025 শান্ত'র সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৪ জুন ২০২৩ ২০:৫৪
নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশন ও নিজেদের করে নিলো বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল শান্ত ও মাহমুদুল জয়ের দুইশ ছাড়ানো জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটছে লিটন দাসের দল। জয় সেঞ্চুরি মিস করলেও, ওয়ানডে মেজাজে শতক তুলে নিয়েছেন শান্ত।
১ উইকেটে ১১৬ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন শান্ত। এই জুটিতে ভর করেই দলীয় দেড় শ পার করে লাল-সবুজের প্রতিনিধিরা। শান্ত'র দেখানো পথে হেঁটে ৭ চারে হাফ সেঞ্চুরি তুলে নেন জয়।
অন্যদিকে আফগান বোলারদের পিটিয়ে ১৮ চারে ১১৮ বলে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। এরপর এই জুটিতে চড়েই দলীয় দুইশ পার করে বাংলাদেশ। দারুণ খেলতে থাকা জয় তখন ছুঁটছিলেন সেঞ্চুরির দিকে৷ তবে ব্যক্তিগত ৭৬ রানে রহমত শাহ'র শিকার হয়ে ফিরলে ভাঙে শান্ত'র সঙ্গে ২১২ রানের জোট।
এরপর মুমিনুল হকের সঙ্গে সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন শান্ত। চা বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৩৫ রান। শান্ত অপরাজিত আছেন ১২৬ রানে৷ মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১১ রান।
-নট আউট/টিএ