03/18/2025 সাত সকালেই গুটিয়ে গেল বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৫ জুন ২০২৩ ১৬:৪৭
নট আউট ডেস্কঃ প্রথম দিনের খেলা শেষে আফগান কোচ জনাথন ট্রট নিজেদের দ্বিতীয় দিনের পরিকল্পনা জানাতে গিয়ে, খানিকটা মজা করেই বলেছিল ১০ রানে বাংলাদেশের শেষ ৫ উইকেট নিতে চায় তারা। দ্বিতীয় দিনের সাত সকালে যেন আফগান কোচের মানটাই রাখলেন টাইগার ব্যাটাররা। দিনের শুরুতেই আগের দিনের দুই সেট ব্যাটার মেহেদী মিরাজ ও মুশফিকুর রহিম ফিরেন সাজঘরে।
এরপর তাসের ঘরের মতোই ভেঙেছে লোয়ার অর্ডার। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৮২ রানে। অর্থাৎ ২০ রান তুলতেই দ্বিতীয় দিনে অলআউট হয়েছে বাংলাদেশ। আফগান পেসারদের মধ্যে অভিষিক্ত পেসার নিজাত মাসুদ একাই নিয়েছেন ৫ উইকেট।
দিনের দিনের শুরুতেই নতুন বল পেয়েছিল আফগানরা। তাতেই যেন সফরকারীদের পেসাররা উঠেছেন জ্বলে। দিনের শুরুতেই মেহেদী মিরাজকে ফেরান ইয়ামিন আহমেদাজাই। আগের দিনের ৪৩ রানের সঙ্গে এদিন মাত্র ৫ রান করেই ফিরেন মিরাজ। এর পরের ওভারেই ফিরে যান আরেক সেট ব্যাটার মুশফিকুর রহিম। নিজাত মাসুদের শিকার হওয়ার আগে এই তারকা ব্যাটারের উইলো থেকে আসে ৪৭ রান।
একই ওভারে নিজাত মাসুদ ফেরান তাইজুল ইসলামকেও। শেষ পর্যন্ত ৩৮২ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। আফগানদের পক্ষে নিজাত মাসুদ নেন ৫ উইকেট। আরেক পেসার ইয়ামিন আহমদজাই নেন ২ উইকেট।
-নট আউট/টিএ