03/14/2025 জাকিরের অপ্রাপ্তি, শান্ত'র সেঞ্চুরিতে লাঞ্চে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৬ জুন ২০২৩ ১৮:১২
নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টে আফগানদের বড় লিডের পথে নিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ১ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ লাঞ্চের আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান। ৭১ রানে রান আউটে জাকির হাসান কাটা পড়লেও, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল শান্ত। যা বাংলাদেশ দ্বিতীয় কোন ব্যাটারের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড।
১৩৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের শুরুটা ছিল ওয়ানডে মেজাজে। আগের দিন অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটি গড়া জাকির-শান্ত দিনের শুরুতেই গড়ে দেড় শ রানের পার্টনারশিপ। এরপরই দু'জনই চড়াও হয়ে তুলতে থাকে রান। একপ্রান্তে শান্ত ছুটছিলেন ক্যারিয়ার চর্তুথ টেস্ট শতকের দিকে, অন্যপ্রান্তে ক্যারিয়ার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে হাঁটেন জাকির৷
কিন্তু দলীয় ১৯১ রানের মাথায় ঘটে বিপত্তি। দৌড়ে তিন রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন ওপেনার জাকির হাসান। তাতেই ভাঙে শান্ত' র সঙ্গে ১৭৩ রানের ম্যারাথন জুটি৷ ফেরার আগে ৮ চারে জাকির করেন ৭১ রান। এরপর মুমিনুল হককে নিয়ে বাংলাদেশের লিডটা ৪৫০ পার করান শান্ত। আফগান বোলারদের কোন সুযোগই না দিয়ে লাঞ্চের আগেই শান্ত তুলে নেন সেঞ্চুরি।
শেষ পর্যন্ত শান্ত-মুমিনুলের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে বোর্ডে ২৫৫ রান তুলেই লাঞ্চে যায় বাংলাদেশ৷ ১৪ চারে শান্ত অপরাজিত থাকেন ১১৪ রানে, ৬ চারে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৪৩ রান।
-নট আউট/টিএ