03/13/2025 আফিফ-নাঈমকে ফিরিয়ে দল ঘোষণা বাংলাদেশের
নট আউট ডেস্ক
১৭ জুন ২০২৩ ২০:৪৮
নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। একবিংশ শতাব্দীতে ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচশ কিংবা ততোধিক রানের জয়ের রেকর্ড এখন টাইগারদের দখলে। সেই রেশ কাটতে না কাটতে, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে চমক না থাকলেও ফিরেছেন একাধিক তারকা ক্রিকেটার। দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন দলে। এছাড়া ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখও। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। এদিকে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পিঠের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছিলেন ওপেনার তামিম ইকবাল খান। চোট কাটিয়ে অবশ্য এই ড্যাশিং ওপেনার ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে। অন্যদিকে আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট ম্যাচ মিস করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
আগামী ৫ জুলাই থেকে শুরু বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।
-নট আউট/টিএ