03/13/2025 প্রথম শ্রেণির ক্রিকেটে অ্যান্ডারসনের ১১শ উইকেট
নট আউট ডেস্ক
১৯ জুন ২০২৩ ১৫:৩২
নট আউট ডেস্ক: বয়সের সঙ্গে ক্যারিয়ারে প্রাপ্তির পাল্লা ভাড়ি করছেন জেমস অ্যান্ডারসন৷ প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০০ উইকেট শিকারের কীর্তি গড়ছেন এই ইংলিশ বোলার৷
চলমান অ্যাশেজের প্রথম ম্যাচেই অ্যালেক্স ক্যারির উইকেট শিকারের মধ্য দিয়ে এ কীর্তিটি গড়েন অ্যান্ডারসন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৩৪৭ উইকেট শিকার করেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন শিকার করেন ১০০১, জেমস অ্যান্ডারসন ৯৭২ ও অনিল কুম্বলে ৯৫৬ উইকেট।
টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট শিকার করেন মুরালিধরন, শেন ওয়ার্ন ৭০৮ উইকেট, জেমস অ্যান্ডারসন ৬৮৬ উইকেট।