03/13/2025 হারিসকে অধিনায়ক করে পাকিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা
মশিউর রহমান শাওন
২৪ জুন ২০২৩ ০০:২৮
নট আউট ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস।
আগামী ৩ জুলাই থেকে এই টূর্নামেন্ট উপলক্ষ্যে ক্যাম্প শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। ১২ এপ্রিল দলটির শ্রীলঙ্কা পৌছানোর কথা রয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। টূর্ণামেন্টটি চলবে ১৪ থেকে ১৬ জুলাই।
পাকিস্তান স্কোয়াডঃ মোহাম্মদ হারিস (অধিনায়ক, উইকেটরক্ষক), ওমাইর বিন ইউসুফ (সহ-অধিনায়ক) , আমাদ বাট, আরশাদ ইকবাল,হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহির।