03/13/2025 লর্ডসে ১৫০ রানে জিতবে ইংল্যান্ড, আশাবাদী ক্রোলি
নট আউট ডেস্ক
২৪ জুন ২০২৩ ২০:৪৯
নট আউট ডেস্কঃ এজবাস্টনে প্রথম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। এরপর থেকেই নতুন করে আলোচনায় ইংলিশদের ‘বাজবল’ ত্বত্ত্ব। বিশেষজ্ঞদের দাবি, বাজবল ক্রিকেটই এজবাস্টনে ইংলিশদের হারের অন্যতম কারণ ছিল। যদিও ইংলিশরা এই বাজবল ত্বত্ত্ব থেকে বেরিয়ে না আসবে না বলেই ঘোষণা দিয়েছে। অর্থাৎ অ্যাশেজের বাকি সময়টাতেও দর্শকরা উপভোগ করতে পারবে এই বাজবল ক্রিকেট।
এদিকে সিরিজে পিছিয়ে থেকেও মনে কোন ভয়ডর নেই ইংলিশদের। এজবাস্টনে হারলেও ইংলিশরা ঘুরে দাঁড়াবে লর্ডসে, এমনটা দাবি ইংলিশ ওপেনার জ্যাক ক্রোলির। টাইমস রেডিওতে লর্ডস টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে এই ওপেনার রীতিমতো বলেই দিলেন, লর্ডসে জিতবে ইংল্যান্ড সেটাও কিনা ১৫০ রানের ব্যবধানে।
জ্যাক ক্রোলি বলেছেন, ‘আমার মনে হয় আমরা লর্ডসে জিতব, ওখানকার উইকেট আমাদের খেলার সঙ্গে মানানসই। তাই আমার মনে হয়ে আমরা জিতব...জানি না...১৫০ রানে?’
এজবাস্টনে ইংলিশদের হারের পর সমালোচনা হলেও সেসবে কর্ণপাত করতে চান না ক্রিকেটাররা। যত সমালোচনাই হোক না কেন, নিজেদের বাজবল ত্বত্ত্ব থেকে সরে আসবে না ইংলিশরা সেটা আরেকবার মনে করিয়ে দিলেন ক্রোলি।
তিনি আরও বলেছেন, ‘আমরা ফলাফল নিয়ে ভাবি না। জয়–পরাজয় নয়, আমরা ভাবি বিনোদন নিয়ে। অবশ্যই আমরা জেতার জন্যই খেলি, এটা আমরা যে কৌশলে খেলি সেই ব্র্যান্ডের মান আরও বাড়ায়। জিতলে আকর্ষণ বাড়ে। একটা ম্যাচ ছাড়া (অ্যাশেজের প্রথম টেস্ট) এই সপ্তাহে আমরা কিছুই হারাইনি। আর আমরা সম্মান অর্জন করেছি। অনেক সমর্থনও পেয়েছি, যেটা খেলার জন্য ভালো।’
উল্লেখ্য, আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। এটি অনুষ্ঠিত হবে লর্ডসে।
-নট আউট/টিএ