03/13/2025 ওয়াকারের কীর্তিতে হাসারাঙ্গার ভাগ, পাত্তাই পেল না আইরিশরা
নট আউট ডেস্ক
২৬ জুন ২০২৩ ০৩:২৬
নট আউট ডেস্কঃ ম্যাচে ‘পাঁচ উইকেট’ শিকার করা যেকোনো বোলারেরই থাকে স্বপ্ন। আর টানা তিন ম্যাচে ৫ কিংবা তার অধিক উইকেট! তখন সেটা হয়ে যায় স্বপ্নের চাইতেও বড় কিছু। সাদা বলের ক্রিকেটে এমন কীর্তি অবশ্য এর আগে ঘটেছিল একবারই। পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের হাত ধরে বিশ্ব ক্রিকেট দেখছিল এমনটা প্রথমবার। ৩৩ বছর বছর বাদে সেটারই পুনরাবৃত্তি ঘটালেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
চলমান বিশ্বকাপ বাছাইপর্বে আগের দুই ম্যাচেই হাসারাঙ্গা শিকার করেছিলেন ১১ উইকেট। আইরিশদের উড়িয়ে দিয়ে লঙ্কানদের সুপার সিক্সে তোলার দিনে ৩৩ বছর আগে গড়া ওয়াকারের কীর্তিতেই ভাগ বসালেন তিনি। তাতেই আইরিশদের ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
এর আগে ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে টানা তিন ম্যাচে এমন কীর্তি গড়েন তিনি।
৩২৬ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই ওপেনার পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। দলীয় একশ পার করার আগেই হারায় ৫ উইকেট। থিতু হয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন ছন্দে থাকা তারকা ব্যাটার হ্যারি টেক্টর। ৩ চার ও ১ ছক্কায় ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রানে।
এরপর নেমেই ঝড় তোলার আভাস দেন কার্টি ক্যাম্পার। কিন্তু সেই ঝড় খুব বেশি স্থায়ী হতে দেয়নি লঙ্কান স্পিনার মহেশ থিকসিনা। ৪৷ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩৯ রান আসে কার্টিস ক্যাম্পারের ব্যাট থেকে। শেষ দিকে জস লিটলের ২০ ও ডেলেনির ১৯ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত রেকর্ড বয় ওয়ানিন্দু হাসারাঙ্গার তোপে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
ফলে ১৩৩ রানের বড় জয়ে সুপার সিক্স নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে হেরে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ৭৯ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মহেশ থিকসিনা নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করে দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩২৫ রান। ৮ চারে ক্যারিয়ার সেরা ১০৩ রানের ইনিংস খেলেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। এছাড়া ৪ চারে ৮২ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ধনাঞ্জয়া ডি সিলভা ৪২ ও আসালাঙ্কা অপরাজিত থাকেন ৩৮ রানে৷ আয়ারল্যান্ডের পক্ষে মার্ক অ্যাডার নেন ৪ উইকেট। বেরি ম্যাকার্থি ৩ ও ডেলেনি নেন ২ উইকেট।
-নট আউট/টিএ