03/13/2025 জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট কাটল শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
৩ জুলাই ২০২৩ ০২:২৫
নট আউট ডেস্কঃ চলমান বিশ্বকাপে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে স্বাগতিক জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। এদিন তাই জিতলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ ছিল দু'দলের সামনেই। এমন ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে স্রেফ উড়িয়ে দিয়ে নবম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
১৬৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে, দুই ওপেনার প্রাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে লঙ্কানদের এনে দেন উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতেই এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। ২ চারে ৩০ রান করা করুনারত্নের বিদায়ে ভাঙে ১০৩ রানের উদ্বোধনী জুটি।
এরপর কুশল মেন্ডিসকে নিয়ে বাকি কাজটা সারেন আরেক ওপেনার প্রাথুম নিশাঙ্কা। এই ওপেনার তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৭ ওভার ও ৯ উইকেট হাতে রেখে বিশ্বকাপের টিকিট কাটে শ্রীলঙ্কা। ১৪ চারে ১০১ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা৷ ২ চারে ২৫ রান আসে কুশলের ব্যাট থেকে।
এর আগে বুলাওয়েতে এদিন আগে ব্যাট করে উড়তে থাকা জিম্বাবুয়ে থামে মাত্র ১৬৫ রানে। ৬ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ইনফর্ম ব্যাটার শন উইলিয়ামস। এছাড়া সিকান্দার রাজা খেলেন ৩১ রানের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে একাই ৪ উইকেট নেন মহেশ থিকসিনা।
-নট আউট/টিএ