03/13/2025 বৃথা গেল স্টোকসের তারকাখচিত ইনিংস, শেষ হাসি অস্ট্রেলিয়ার
নট আউট ডেস্ক
৩ জুলাই ২০২৩ ০৪:৫৩
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট দিয়ে চতুর্থ দিনই চার উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার বোলাররা। পঞ্চম দিনে লর্ডসে তাই রোমাঞ্চকর কিছুই অপেক্ষা করছিল। যদিও শেষ দিনে ইংল্যান্ডের ২৫৭ রান তোলার চেয়ে অস্ট্রেলিয়ার জন্য ৬ উইকেট তোলাই তুলনামূলক সহজ কাজ।কিন্তু এদিন একাই অজিদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
বছর চারেক আগে হেডিংলিতে অবিশ্বাস্য টেস্ট জয়ের পুনরাবৃত্তিই যেন বাড়বার ফিরিয়ে আনছিলেন লর্ডসে। ইংলিশ অধিনায়ক খেলেছেন তারকাখচিত ইনিংসও, কিন্তু লর্ডসে আর পেরে উঠেন নি! পেরে উঠেনি ইংলিশরাও। শেষ পর্যন্ত ৪৩ রানের জয়ে পাঁচ টেস্টের অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।