03/13/2025 বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা
নট আউট ডেস্ক
৩ জুলাই ২০২৩ ১৬:৩৪
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের ঘোষিত দলে যথারীতি অধিনায়ক রশিদ খান।
জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫ জুলাই হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ এবং ১৬ জুলাই।
আফগানিস্তান স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সেদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমর জাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ এবং মুজিব উর রহমান।
-নট আউট