03/13/2025 ডাচদের উড়িয়ে দিয়ে অপরাজেয় ‘চ্যাম্পিয়ন’ শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
১০ জুলাই ২০২৩ ০৩:১২
নট আউট ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছিল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তাই বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল ছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পন্নের। এমন ম্যাচেই ডাচদের রীতিমতো উড়িয়ে দিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
হারারেতে এদিন আগে ব্যাট করে ২৩৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় ডাচরা। ফলে ১২৮ রানের বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলটির পক্ষে মহেষ থিকসিনা ৪ ও মাধুশান নেন ৩ উইকেট।
২৩৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নেদারল্যান্ডস। দুই লঙ্কান বোলার মহেষ থিকসিনা ও দিলশান মাধুশাঙ্কার তোপে দলীয় পঞ্চাশ পার করার আগেই নেদারল্যান্ডস হারায় ৬ উইকেট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে করেছে অসহায় আত্নসমর্পণ।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১০৫ রানেই থামে নেদারল্যান্ডসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার ম্যাক্স ও'ডাউডের ব্যাট থেকে। এছাড়া ভ্যান বিক অপরাজিত থাকেন ২০ রান করে। শ্রীলঙ্কার পক্ষে থিকসিনা নেন ৪ উইকেট। দিলশান মাধুশাঙ্কা ৩ ও হাসারাঙ্গা নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করে ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৪ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরচ্চিগে। এছাড়া ৪৩ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। চারিত্রা আসালাঙ্কা ৩৬ ও হাসারাঙ্গা করেন ২৯ রান। নেদারল্যান্ডসের পক্ষে দুইটি করে উইকেট নেন ভ্যান বিক, রায়ান কেলিন, বিক্রম জিৎ সিং ও সাকিব জুলফিকার।
-নট আউট/টিএ