03/13/2025 দুই নতুন মুখ নিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার
নট আউট ডেস্ক
১৪ জুলাই ২০২৩ ২০:২৭
নট আউট ডেস্কঃ দুটি টেস্ট খেলতে পাকিস্তান দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কাতে। দিন দুয়েক বাদে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ঘোষিত দলে রয়েছে একাধিক নতুন মুখ।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লঙ্কান ওপেনার প্রাথুম নিশাঙ্কা। ভালো খেলার পুরষ্কার হিসেবে এই ওপেনার ফিরেছেন টেস্ট দলে। সবশেষ গত বছর অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন তিনি। এছাড়া দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন স্পিনার প্রভিন জয়াবিক্রমা।
এদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দিলশান মাদুশঙ্কা এবং লাকশিথা মানাসিংহে। নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া ওপেনার দিমুথ করুনারত্নের কাঁধেই থাকছে পাকিস্তান সিরিজে লঙ্কানদের দায়িত্ব। এছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালরা। আগামী
আগামী ১৬ জুলাই থেকে মাঠে গড়াবে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। আগামী ২৪ জুলাই কলম্বোয় অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুদল।
শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, প্রভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, বিশ্ব ফার্নান্দো ও লাকশিথা মানাসিংহে।
-নট আউট/টিএ