03/13/2025 টি-টেনকে ভবিষ্যত ভাবছেন ল্যান্স ক্লুজনার
নট আউট ডেস্ক
১৫ জুলাই ২০২৩ ১৯:৪২
নট আউট ডেস্ক: দিন কয়েক পরেই মাঠে গড়াবে জিম সাইবার সিটি জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি কেপ টাউন স্যাম্প আর্মির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। দায়িত্ব নিয়েই প্রোটিয়া এই কিংবদন্তি জানান, টি-টেনই হবে ক্রিকেটের ভবিষ্যত।
ল্যান্স ক্লুজনার বলেন, ‘খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি সাহায্য করেছে। টি-টেন টি-টোয়েন্টির চেয়েও বেশি দ্রুত হয়। আবুধাবিতে দারুণ সফল আয়োজন হয়েছে। টি-টেনের মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখাতে পারছে। এর মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে পড়বে।’
দলটির দায়িত্ব নিয়ে ক্লুজনার বলেন, ‘এই ফরম্যাটে কোচিং করানোটা কঠিন। কারণ আমি এই ফরম্যাটে খেলি নি। আমার নিশ্চিত করতে হবে তাদের কী দরকার। আমার দৃষ্টিতে কী দরকার সেটাও দিতে চাই।’
টি-টেনের মাধ্যমে ক্রিকেটাররা তাদের সামর্থ্য প্রমাণ করতে পারছে সেটা জানিয়ে বলেন, ‘আমার ধারণা ক্রিকেটাররা সবাই নিজেদের পুরো সামর্থ্য প্রমাণ করতে পারছে। কোচ হিসেবে আমার দায়িত্ব ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিশ্চিত করতে। আমি দারুণ উচ্ছ্বসিত। এটা বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিবে।