03/13/2025 আফগানদের হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ০০:৫৫
নট আউট ডেস্কঃ আফগানিস্তান ‘এ’ দলকে ২১ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে মাহমুদুল জয়ের সেঞ্চুরিতে ৩০৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে দারুণ লড়াই করা আফগানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান।
৩০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জুবাইদ আকবারির উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন নূর আলী জাদরান ও রিয়াজ হাসান। এই দু'জনের শক্ত জোট কাঁপন ধরায় টাইগার শিবিরে। দ্বিতীয় উইকেট জুটিতে দু'জন যোগ করেন ৯০ রান। ৫ চারে ৪৪ রান করা নূরের বিদায়ে ভাঙে এই জুটি।
এরপর অধিনায়ক শহিদুল্লাহকে নিয়ে দলের হাল ধরেন রিয়াজ৷ এই আফগান ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রান করা রিয়াজের বিদায়ে ভাঙে এই জুটি৷ এরপর শহিদুল্লাহকে সঙ্গ দেন বাহির শাহ৷ দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় দুইশ পার করে আফগানিস্তান ‘এ’ দল।
দারুণ খেলতে থাকা শহিদুল্লাহ ৩ চার ও ১ ছক্কায় ফিরেন ৪৪ রান করে। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাকিবুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেম বাহির শাহ। কিন্তু অন্যপ্রান্তে বাকিদের থেকে পাননি সঙ্গ। শেষ পর্যন্ত ৫৩ রানে বাহির অপরাজিত থাকলেও আফগানরা থামে ২৮৭ রানে। ফলে ২১ রানের জয়ে সেমির টিকেট কাটে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব নেন ২ উইকেট। এছাড়া সৌম্য সরকার ও রাকিবুলের শিকার ২ উইকেট করে।
এর আগে ব্যাট করে মাহমুদুল জয়ের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ১২ চার ও ২ ছক্কায় জয় খেলেন ১০০ রানের ইনিংস। এছাড়া ৩টি করে চার ও ছক্কায় সৌম্য সরকার করেন ৪৮ রান। শেষ দিকে ৬ চার ও ১ ছক্কায় শেখ মাহেদী খেলেন ঝড়ো ৩৬ রানের ইনিংস। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম নেন ৪ উইকেট।
-নট আউট/টিএ