03/13/2025 নেতৃত্ব ছাড়বেন কামিন্স, উড়িয়ে দিলেন ম্যাকডোনাল্ড
নট আউট ডেস্ক
২৬ জুলাই ২০২৩ ১৭:২৭
নট আউট ডেস্কঃ একটা সময় অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার হয়ে একসঙ্গেই খেলেছেন ড্যারে বেরি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সময়ের পরিক্রমায় ম্যাকডোনাল্ড এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ। অন্য দিকে বেরি সাউথ অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি বিভিন্ন বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে বিভিন্ন পদে কাজ করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সদস্যমাপ্ত ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। যদিও বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার টেস্ট হয়েছে ড্র। এই টেস্টে অজি বোলারদের পরিকল্পনা ছিল ক্রমাগত শর্ট লেন্থে বল করে ইংল্যান্ড ব্যাটারদের অস্বস্তিতে ফেলা। সেই প্ল্যান অবশ্য খুব একটা কাজে দেয়নি। আর অজিদের এমন কৌশল বেরির মতে ছিল ‘উন্মাদের মতো’ এবং ‘দেখার অযোগ্য।’
বোলিং ছাড়াও অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও শূলে চড়িয়েছেন বেরি। এমনকি চলতি অ্যাশেজ শেষে কামিন্সের নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এমন মন্তব্য করে ইতিমধ্যেই কামিন্সের ‘কঠোরতম’ সমালোচক হিসেবে খ্যাতি লাভ করেছেন বেরি।
এদিকে বেরির মন্তব্যগুলো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ওভালে অ্যাশেজের শেষ টেস্টে নামার আগে অজি কোচ ম্যাকডোনাল্ড বলেই দিয়েছেন, বেরির এই ধরনের মন্তব্যকে তারা পাত্তাও দেন না।
ম্যাকডোনাল্ড বলেছেন, ‘ড্যারেনের (বেরি) মন্তব্যগুলো নজরে এসেছে আমার। দারুণ ইন্টারেস্টিং ছিল সেসব। আমি যেটা বলতে পারি, নেতৃত্বের বিভিন্ন ধরন ও আকার আছে। যদি কেউ স্রেফ ট্যাকটিকসের জগতেই বুঁদ থাকতে চায়, তাহলে আমাদের কিছু কৌশল ও সেসবের বাস্তবায়ন করতে না পারা নিয়ে সমালোচনা করাটা ন্যায্য ও গ্রহণযোগ্য। কিন্তু সিরিজ শেষে অধিনায়ক পদত্যাগ করবে, এতদূর বলে ফেলাটা আসলেই কিছুটা বাড়াবাড়ি। কিছু মতামত আছে, যেগুলোকে আমরা সম্মান করি, কিছু মতামতকে একদমই করি না।’
উল্লেখ্য, ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ছিল কামিন্সের ক্যারিয়ারে সবচেয়ে বাজে টেস্ট। ২৩ ওভার বোলিং করে ১২৯ রান খরচায় উইকেট নিয়েছেন মাত্র ১টি। এর আগে টেস্টে এতোটা খরুচে ও নির্বিষ বোলিং কখনোই করেননি কামিন্স। এমন বোলিংয়ের পর অবশ্য সর্বদা প্রশ্ন উঠতে শুরু করেছে, নেতৃত্বের চাপ কামিন্সের বোলিংয়ে পড়ছে কি না।