03/13/2025 কেনিংটন ওভালে নাটকীয় শেষের অপেক্ষায়
নট আউট ডেস্ক
৩১ জুলাই ২০২৩ ০৫:০৪
নট আউট ডেস্কঃ জমে উঠেছে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। কেনিংটন ওভালে চর্তুথ দিনের প্রায় অর্ধেকটাই গেছে বৃষ্টির পেটে। বাকি সময়টায় দাপট দেখিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ইংলিশদের ৩৯৫ রানে গুটিয়ে দিয়ে ৩৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে তারা। জিততে হলে শেষ দিনে অজিদের প্রয়োজন আরও ২৪৯ রান। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ১০ উইকেট।
ওভালে ৯ উইকেটে ৩৮৯ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তবে ৬ রানের বেশি নিতে পারেনি স্বাগতিকরা। ফলে জয়ের জন্য অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৪ রানের। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও মারফি নেন ৪টি করে উইকেট।
৩৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ব্যাটে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। বিনা উইকেটে ৭৫ রান তুলে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। লাঞ্চের পর ফিরে ওয়ার্নার-খাজা জুটি হয়ে উঠেন ইংলিশ বোলারদের জন্য মাথাব্যথার কারণ হয়ে। এই জুটিতেই অজিরা পার করে দলীয় একশ রানের গণ্ডি।
একপ্রান্তে ৫ চারে হাফ সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা, অন্যপ্রান্তে ৭ চারে হাফ সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। বিনা উইকেটে অজিদের সংগ্রহ যখন ১৩৫ রান, তখন ম্যাচে হানা দেয় বৃষ্টি। তাতেই চা বিরতিতে যায় দু'দল। এরপর বৃষ্টি আর না থামলে চর্তুথ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। ফলে জয়ের জন্য শেষ দিনে ১০ উইকেট হাতে থাকা অজিদের প্রয়োজন আর ২৪৯ রান। ৯ চারে উসমান খাজা ৫৮ ও ৮ চারে ৬৯ রানে থাকা ওয়ার্নার পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
-নট আউট/টিএ