03/13/2025 জয় দিয়েই শেষটা রাঙালেন ব্রড
নট আউট ডেস্ক
১ আগস্ট ২০২৩ ০৫:৪০
নট আউট ডেস্কঃ রোমাঞ্চকর ওভাল টেস্টে শেষ দিনে অজিদের প্রয়োজন ছিল ২৪৯ রান, হাতে গোটা দশেক উইকেট। দিনের শুরুতে ইংলিশ বোলারদের দাপটের পর মাঝের সময়টায় অজিদের রানের লাগাম টেনে ধরে বৃষ্টি। শেষ বেলায় অবশ্য মঞ্চটা প্রস্তুতই ছিল সদ্য বিদায়ের ঘোষণা দেওয়া স্টুয়ার্ট ব্রডের জন্য। অজিদের কফিনে শেষ দুটো পেরেক ঠুকে ইংলিশদের ৪৯ রানের দারুণ এক জয় এনে দিয়েছেন টেস্টে ৬০৪ উইকেটের মালিক ব্রড। তাতেই টানা দুই টেস্ট হেরে অ্যাশেজ শুরু করা ইংল্যান্ড ২-২ সমতায় এসে করেছে অ্যাশেজ শেষ।
দ্য ওভালে বিনা উইকেটে ১৩৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু অজিরা। দিনের শুরুতেই আগের দিন অপরাজিত থাকা দুই ওপেনারকেই এদিন হারায় তারা। ৯ চারে ৬০ রান করা ওয়ার্নারের বিদায়ের পর, ৮ চারে খাজা ফিরেন ৭২ রান করে। এই দুই ওপেনারই ফিরেন ইংলিশ পেসার ক্রিস ওকসের শিকার হয়ে। এরপর থিতু হয়েও দ্রুতই ফিরে যান মার্নাস ল্যাবুশেন। তাতেই জমে উঠে পঞ্চম দিনের লড়াই।
চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। এই দু'জনের ব্যাটে দিনের শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে অস্ট্রেলিয়া। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এই দু'জনের ব্যাটে লাঞ্চের আগে আর কোন উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। এরপর বেরসিক বৃষ্টিতে দ্বিতীয় সেশনের পুরোটাই যায় ভেস্তে। চা বিরতির পর ফের শুরু হয় খেলা।
হাফ সেঞ্চুরি তুলে নেন স্টিভেন স্মিথ। ৬ চারে ৪৩ রান করা হেডের বিদায়ে ভাঙে স্মিথের সঙ্গে ৯৫ রানের জোট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। ৯ চারে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করে ফিরেন স্মিথ। নবম উইকেট জুটিতে অজিদের আশার পালে হাওয়া দেন অ্যালেক্স ক্যারি ও টড মারফি। দু'জন মিলে প্রতিরোধের চেষ্টা করেন।
নবম উইকেটে এই দু'জন যোগ করেন ৩৫ রান। এরপর বিদায়ী টেস্ট খেলতে নামা স্টুয়ার্ট ব্রড ফেরান মারফিকে। জয়ের জন্য শেষ উইকেটে অজিদের প্রয়োজন ছিল ৫৫ রান। কিন্তু ২৮ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে অ্যাশেজে সমতা ফেরানোর কাজটা করেন ব্রড'ই। তাতেই ৪৯ রানের জয় পায় ইংল্যান্ড। ফলে ২-২ সমতায় থেকেই শেষ হচ্ছে অ্যাশেজ। ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট নেন ক্রিস ওকস। তিনটি উইকেট নেন মঈন আলি। স্টুয়ার্ট ব্রড নেন দুইটি উইকেট।
-নট আউট/টিএ