03/15/2025 নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশা তামিমের
নট আউট ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ২১:১৯
বর্তমানে তামিম ব্যথামুক্ত রয়েছেন। কিন্তু ঠিকমতো পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হয় সেক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াতে পারে তামিমের ক্যারিয়ারের জন্য। যেহেতু সামনে বিশ্বকাপ, সে কারণে জোর করে এশিয়া কাপে খেলার চেষ্টাও করেননি জাতীয় দলের সাবেক এই দলপতি।
তামিম বলেন, ‘আমি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারব। যেন বাড়তি কোন সমস্যা না হয়, সে কারণেই সময় নেওয়া। জোরাজুরি করলে এশিয়া কাপ খেলতে পারতাম। কিন্তু কেউই তা চাচ্ছেন না, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া।’
তামিমের ইনজুরি ও তার পুনর্বাসন প্রসঙ্গে জালাল ইউনূস বলেন, ‘লন্ডনে ইনজেকশন দেওয়ার পর প্রথম এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেটা কাল (আজ) শেষ হবে। আরেক সপ্তাহ তাকে ধীরে ধীরে অল্পস্বল্প রিহ্যাব করতে হবে।’