03/14/2025 সাকিবদের তুলোধুনো করে হৃদয়ের ব্যাটে জাফনার জয়
নট আউট ডেস্ক
৫ আগস্ট ২০২৩ ০৭:৩৩
নট আউট ডেস্কঃ শুক্রবার রাতে লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও গল টাইটান্স। আদতে টাইগার সমর্থকরা মুখিয়ে ছিল এই দুই দলে খেলা দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের দিকেই। লড়াইয়ে অবশ্য বড় ভাই সাকিবকে কোন সুযোগই দেয়নি হৃদয়। তাতেই বড় জয়ে মাঠ ছেড়েছে জাফনা কিংস।
পাল্লাকেলেতে এদিন আগে ব্যাট করা গল টাইটান্স মাত্র ১১৭ রানের পুঁজি দাঁড় করাতে হয়েছিল সক্ষম। ৯ বলে ৬ রান করে ফিরেন সাকিব আল হাসান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রহমান উল্লাহ গুরবাজ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে দাপুটে জয় পেয়েছে জাফনা কিংস। ফিফটি হাঁকানো গুরবাজ ফিরে গেলেও, ২৩ বলে আনবিটেন ৪৪ রানের ইনিংস খেলেন হৃদয়। তাতেই ৮ উইকেট ও ৪৪ বল হাতে রেখে জয় পায় জাফনা। গল টাইটান্সের পক্ষে দুই উইকেট শিকার করেন সাকিব একাই।