03/15/2025 ফের বাবরদের নির্বাচকের চেয়ারে বসছেন ইনজামাম
নট আউট ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ০৩:৫৯
নট আউট ডেস্কঃ মাস খানেক বাদেই পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। হাইব্রিড মডেলের এই এশিয়া কাপ পাকিস্তানের পাশাপাশি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। অন্যদিকে মাস দুয়েক বাদেই ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ। এর আগেই পাকিস্তান ক্রিকেটে আসতে যাচ্ছে পরিবর্তন। গুঞ্জন উঠেছে প্রধান নির্বাচকের চেয়ারে ফের বসতে যাচ্ছেন অধিনায়ক ইনজামাম-উল হক।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলে৷ ইনজামাম-উল হক। ওই সময়ে উল্লেখযোগ্য হারে সাফল্যও পেয়েছেন পাকিস্তান ক্রিকেট। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয় ইমাম-উল-হকের অধিনেই জিতে বাবর আজমরা। আর তাই চার বছর পর বিশ্বকাপের আগে ফের তাকেই প্রধান নির্বাচক পদে ফিরিয়ে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের প্রধান নির্বাচকের চেয়ারে ইনজামাম বসবে সেই ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইনজামামের নাম প্রধান নির্বাচক হিসাবে ঘোষণা করতে পারে পিসিবি। বাবর আজমদের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে ও রাজি হয়েছেন ইনজামাম।
অন্যদিকে নির্বাচক কমিটি থেকে বাদ যেতে পারেন পাকিস্তান দলের ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটিতে থাকা সদস্যরা আর্থার এবং ব্র্যাডবার্নকে নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেন।
-নট আউট/টিএ