03/19/2025 লিটনের সেরা একাদশে সাকিব, নেই তামিম
তাসকিন আফতাব
১০ আগস্ট ২০২৩ ২৩:০৩
নট আউট ডেস্কঃ ২০২২ সালটা স্বপ্নের মতোই কাটিয়েছিলেন টাইগার তারকা লিটন কুমার দাস। যদিও চলতি বছরটা ভালো-খারাপ উভয়ের সংমিশ্রণেই যাচ্ছে তারা। তবে ব্যাটিং কিংবা উইকেটের পেছনে দলের বড় আস্থা এই তারকা ব্যাটার। সম্প্রতি তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়ার পর জাতীয় দলের সম্ভাব্য অধিনায়কের তালিকাতেও রয়েছে লিটনের নাম।
সদ্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দিন দুয়েক আগেই দেশে ফিরেছেন লিটন। আজ (বৃহস্পতিবার) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন এই টাইগার তারকা। সেখানে লিটনের কাছে জানতে চাওয়া হয় তার নিজের চোখে সর্বকালের সেরা একাদশ। অবশ্য শর্ত জুড়ে দেওয়া হয়েছিল একাদশের অধিনায়ক থাকবেন লিটন নিজেই।
নিজের পছন্দের একাদশ দিতে গিয়ে এই টাইগার তারকা দুই ওপেনার হিসেবে রেখেছেন ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ ও লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে। এছাড়া টপঅর্ডারে লিটনের সেরা একাদশে জায়গা পেয়েছেন ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসেবে এরপরই লিটনকে রাখতে হয়েছে নিজের নাম।
একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষজ্ঞ দুই স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে রেখেছেন লিটন। তিন পেসারের দলে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। এছাড়া লঙ্কান তারকা পেসার চামিন্দা ভাসও রয়েছেন লিটনের বানানো একাদশে।
লিটনের সেরা একাদশ :
১। বীরেন্দর শেবাগ
২। সনাৎ জয়সুরিয়া
৩। শচীন টেন্ডুলকার
৪। রিকি পন্টিং
৫। লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক)
৬। সাকিব আল হাসান
৭। ওয়াসিম আকরাম
৮। শেন ওয়ার্ন
৯। মুত্তিয়া মুরালিধরন
১০। শোয়েব আখতার
১১। চামিন্দা ভাস
-নট আউট/টিএ